image image

বিষয়: বাংলাদেশ-ব্যাংক

প্রতিটা প্রশ্নের মান = ১

“যে কোন ব্যাংক ও এন.জি.ও” এর নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

প্রশ্ন-১. ক্রিয়াপদের সাথে সম্মন্ধযুক্ত পদকে কি বলা হয় ?

ক. কারক খ. সমাস গ. অব্যয়পদ ঘ. কোনটিই নয়

প্রশ্ন-২. নন্দিনী এর প্রতিশব্দ কি ?

ক. তনয়া খ. নন্দনা গ. তনযী ঘ. তন্ময়

প্রশ্ন-৩. ‘চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংকুচিত হয়’ - এ কথাটি ?

ক. ভিত্তিহীন খ. অবাস্তব গ. সম্পূর্ণ সত্য ঘ. আংশিক সত্য

প্রশ্ন-৪. দারোগা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?

ক. ওলন্দাজ খ. তুর্কি গ. ফরাসি ঘ. পর্তুগিজ

প্রশ্ন-৫. ’য়’ প্রত্যয়ান্ত শব্দের আদ্য ‘অ’ কিভাবে উচ্চারণ হয় ?

ক. বিকৃত হয় খ. অবিকৃত হয় গ. আস্তে হয় ঘ. শুদ্ধভাবে হয়

প্রশ্ন-৬. বাংলায় একাক্ষর শব্দের ‘আ’ এর উচ্চারণ কি রকম হয় ?

ক. দীর্ঘ খ. নিম্ন গ. বিকৃত ঘ. অবিকৃত

প্রশ্ন-৭. বাংলা উচ্চারণে ‘এ’ কিভাবে উচ্চারিত হয় ?

ক. সংবৃত খ. সংবৃত ও বিকৃত গ. বিকৃত ঘ. নমনীয়

প্রশ্ন-৮. অশিক্ষিত শব্দের সঠিক উচ্চারণ কোনটি ?

ক. অশিক্খিতো খ. অসিখিত গ. অশিকখিতো ঘ. কোনটিই নয়

প্রশ্ন-৯. কোনটি বিশেষ্য পদের উদাহরণ ?

ক. টাকা খ. বাটি গ. ঢাকা ঘ. সবগুলো

প্রশ্ন-১০. ‘Embargo’ শব্দের পারিভাষিক রূপ কোনটি ?

ক. প্রস্তাব খ. অনুমতি গ. নিষেধ ঘ. নিষেধাজ্ঞা

প্রশ্ন-১১. যে বিধান অনুসারে তৎসম শব্দের ‘ন’ ‘ণ’ তে পরিণত হয় তাকে কি বলে ?

ক. শ-ত্ব বিধান খ. বাংলা বিধান গ. ণ-ত্ব বিধান ঘ. কোনটিই নয়

প্রশ্ন-১২. কোন জাতীয় শব্দে ‘ষ’ ব্রবহার হয় না ?

ক. খাটি বাংলা খ. বিদেশী গ. হিব্রু ঘ. তৎপুরুষ

প্রশ্ন-১৩. ‘নন্দন’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?

ক. নন্দ+অন খ. নন্দি+অন গ. নন্দো+অন ঘ. কোনটিই নয়

প্রশ্ন-১৪. বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠা লাভ করে ?

ক. ১৬ ডিসেম্বর ১৯৭২ খ. ১৬ ডিসেম্বর ১৯৭১ গ. ১৬ ডিসেম্বর ১৯৭৩ ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭৪

প্রশ্ন-১৫. বাংলাদেশ ব্যাংক মুলত একটি ?

ক. কেন্দ্রীয় ব্যাংক খ. ব্যাংকসমূহের ব্যাংক গ. নিয়ন্ত্রক সংস্থা ঘ. সবগুলো

প্রশ্ন-১৬. বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?

ক. মতিঝিল,ঢাকা খ. ধানমন্ডি,ঢাকা গ. শাহবাগ,ঢাকা ঘ. সাভার,ঢাকা

প্রশ্ন-১৭. ‘অল্পপ্রাণ’ যে সমাসের উদাহরণ ?

ক. দন্দ খ. তদ্ভব গ. তৎপুরুষ ঘ. বহুব্রীহি

প্রশ্ন-১৮. Exucses do not work. You should try and----it ?

ক. cut খ. up to গ. out ঘ. back

প্রশ্ন-১৯. I could hardly-----the ship in the distance ?

ক. look out খ. cut out গ. seen out ঘ. make out

প্রশ্ন-২০. “নথ নাড়া” বাগধারাটির অর্থ কি ?

ক. ক্ষোভ প্রকাশ খ. নিন্দা করা গ. তুষ্ট করা ঘ. অহংকার করা

প্রশ্ন-২১. "Deciduous" trees are the trees that ?

ক. Lose the leaves annually খ. are extremly big গ. have small leaves ঘ. have fleshly leaves

প্রশ্ন-২২. Savior is always better than the - ?

ক. Destroyer খ. Redeemer গ. Executioner ঘ. Torturer

প্রশ্ন-২৩. His friend--- his word much to his despair ?

ক. went with খ. went away from গ. went back on ঘ. went in

প্রশ্ন-২৪. Complete shutdown (be) observed today againstnew law ?

ক. can be খ. is being গ. is been ঘ. was been

প্রশ্ন-২৫. The idiom "To show the white feather" means ?

ক. to act like a gentleman খ. to act like a hero গ. to act like a devil ঘ. to act like a coward

সঠিক উত্তর দেখতে এখানে ক্লিক করুন